বরেন্দ্র অঞ্চলের প্রান কেন্দ্র নওগাঁ জেলার অনগ্রসর , শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত, নৃতাত্বিক জন গোষ্ঠি অধ্যুষিত অঞ্চল নিয়ামতপুরের কতিপয় আলোকিত মানুষ এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন । অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি বর্গ বিদ্যালয় প্রতিষ্ঠার নিমিত্তসম্পত্তি দান, মেধা ও নিরন্তর শ্রমের বিনিময়ে ১৯৪৮ খ্রীঃ এক শুভক্ষনে নিয়ামতপুর বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তিলে তিলে বেড়ে উঠা বিদ্যালয়টি নিয়ামতপুর বাসীর মান সম্মত শিক্ষালাভের একমাত্র প্রতিষ্ঠান । ২০০৬ খ্রীঃ বিদ্যালয়ে কারিগরী শাখায় কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি , ড্রেস মেকিং এন্ড টেইলারিং ২টি শাখা খোলা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা চালু আছে । যাদের অক্লান্ত পরিশ্রম,দান ও ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি এ পর্যায়ে এসেছে তাদের কে আমরা বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতার সাথে স্বরণ করছি । আপামর জনগনের শিক্ষাবিস্তার ও উন্নয়নের লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা ও বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী ২৪/০৮/২০১৭ খ্রীঃ পত্র সংখ্যা ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৭-২৫ নিয়ামতপুর বিদ্যালয়াটি জাতীয়করনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেন।তারই ধারা বাহিকতায় বিভিন্ন পদক্ষেপ শেষে বিদ্যালয়টি জাতীয় করনের জন্য শিক্ষামন্ত্রালয়ের ২৯/০৭/২০১৮ খ্রীঃ পত্র অনুযায়ী যাহার স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০৩.১৭-৯৯৩ মোতাবেক মাননীয় প্রধান মন্ত্রীর বিদ্যালয় জাতীয় করনের নীতি গত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যাবতীয় স্থাবর- অস্থাবর সম্পত্তি Deed of Gift (রেজিষ্ট্রী কৃত দানপত্র দলিল) এর মাধ্যমে সরকারের অনুকূলে হস্তান্তরের নির্দেশ জারী করেন তৎপ্রেক্ষিতে ০৮/০৮/২০১৮খ্রীঃ গর্ভনিং বডির সভা আহবান করা হয়। শিক্ষাবান্ধব সরকারের এহেন সাহসী ও মহৎ উদ্যোগ গ্রহনের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী জনাব নূরুল ইসলাম নাহিদ এম,পি, এবং অত্র বিদ্যালয়ের গর্ভনিং বডির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ এনামুল হক( চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নিয়ামতপু্র, নওগাঁ ) কে নিয়ামতপুর বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক বাদ জ্ঞাপন করেন।